Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ত্রিশালে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২২, ০৯:২৬ পিএম


ত্রিশালে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘরের পাশে পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। খেলতে খেলতে দুজনই পড়ে যায় পুকুরে। দীর্ঘক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এর মধ্যেই গোসলে গিয়ে দুই শিশুকে ভাসতে দেখেন প্রতিবেশী যুবক। তাৎক্ষণিক হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায়। চার বছর বয়সী ফাইবা একই এলাকার ব্যবসায়ী মুঞ্জরুল ইসলামের মেয়ে।

প্রতিবেশী নজরুল ইসলাম বলেন, বিকেলে একসঙ্গে খেলছিল ফাইবা ও রাফি। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। কিন্তু শিশু দুটির কোনো সন্ধান মেলেনি।

তিনি বলেন, পুকুরে গোসলে গিয়ে ফাইবা ও রাফিকে ভাসতে দেখি। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে ফাইবার মৃত্যু হয়। রাফি এখন শঙ্কামুক্ত।

এসএম

Link copied!