তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২২, ০৯:৩৬ পিএম
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২২, ০৯:৩৬ পিএম
সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো এক জন।
সোমবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি নামক তিন রাস্তার মরে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহত একজনকে মুমূর্ষ অবস্থায় তাড়াশ ৫০ শষ্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাজশাহী একটি কলেজে পড়া সুবাদে উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনার্থপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বি’র সাথে রাজশাহী থেকে তার দুই বন্ধু সোমবার সকালে বেড়াতে আসেন। পরে বিকালে ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে চেপে এলাকায় বেড়াতে বের হয়। তিন বন্ধু রাব্বি, শামিম, ও রাজ, তাঁদের মোটরবাইকটি দ্রুত গতিতে চলছিল। পথিমধ্যে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বৈদ্যনার্থপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বি (২০)ও চাপাইনবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেন (২০) নিহত হন। পরে লোকজন অপর গুরুতর আহত রাজশাহীর তালতা এলাকার একরামুল হকের ছেলে রাজ (২০) কে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় তাড়াশ ৫০ শষ্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভর্তি করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, তারা ঘটনাস্থলে ব্যস্ত রয়েছেন পরে বিস্তারিত জানাবেন।
কেএস