Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাটোরে পাঁচটি বোমা বিস্ফোরণের পর ৮টি উদ্ধার,আটক ১

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২২, ০১:৪৯ পিএম


নাটোরে পাঁচটি বোমা বিস্ফোরণের পর ৮টি উদ্ধার,আটক ১

নাটোরের ৫টি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি চায়ের দোকান থেকে ৮টি বোমা উদ্ধার করা হয়।

সোমবার (২১ নভেম্বর) রাতে নাটোর সদরের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই বিস্ফোরণের ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাল স্কসটেপে মোড়ানো আরো ৮টি শক্তিাশালী বোমা উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ ওহাব মন্ডল নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এই খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ওই বাজার এলাকায় গিয়ে জনৈক রাজ্জাকের নির্মানাধীন চায়ের দোকান থেকে ৮টি শক্তিশালী বোমা (লাল স্কসটেপে মোড়ানো) উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ওহাব মন্ডল নামে একজনকে আটক করা হয়। এর আগে ৫টি বোমা বিস্ফোরিত হয়েছে বলে পুলিশকে জানায় স্থানীয়রা।

কেএস
 

Link copied!