Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এনায়েতপুরে কৃষকের লাশ উদ্ধার

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২২, ০২:৪৫ পিএম


এনায়েতপুরে কৃষকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুরে কৃষি ক্ষেত থেকে সামছুল (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার লাশ জালালপুর ইউনিয়নের হাটপাঁচিল বাজার সংলগ্ন সৈয়দপুর জমি থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত শামসুল হক সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে। পেশায় তিনি কৃষি কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমির মাঠে গেলে শামসুল হকের লাশটি পড়ে থাকতে দেখলে এনায়েতপুর থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে হত্যার রহস্য উদঘাটন হবে।

এসএম

Link copied!