Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২২, ০৪:৪৪ পিএম


হাটহাজারীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক চাপায় সৈয়দ রাসেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটে। নিহত রাসেল উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার নুর আলম মেম্বার বাড়ির মোহাম্মদ ইব্রাহীমের পুত্র। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। সে একজন ব্যবসায়ী বলেও জানা গেছে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ইটবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তায় বাইকটির চাকা পিচ্ছিল হয়ে ট্রাকের নিচে ঢুকে পড়লে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশকে হস্তান্তর করেন।

এ বিষয়ে ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করি। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

কেএস

Link copied!