Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দোহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২২, ০৫:০৪ পিএম


দোহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‍‍`ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ এই প্রতিপাদ্যে ঢাকার দোহার উপজেলায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধনী করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

মেলায় জয়পাড়া কলেজ, জয়পাড়া আলিয়া মাদ্রাসা ও জয়পাড়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২টি ষ্টল রয়েছে। ষ্টল গুলোতে শিক্ষার্থীরা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে তৈরিকৃত বিভিন্ন উপকরণ উপস্থাপন করেন। পরে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোবাশ্বের আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, দোহার থানার অফিসার ইনচার্জ মো. ‌মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।

কেএস 

Link copied!