সালথা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২২, ০৫:৩২ পিএম
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২২, ০৫:৩২ পিএম
ফরিদপুরের সালথায় এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর এ বক্তব্য বাস্তবায়নে সরকারি/বেসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাস্তা, বসতবাড়িসহ সকল অনাবাদি পতিত জমি চাষাবাদের আওতায় এনে খাদ্য উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় সবাইকে উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী প্রমুখ।
এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএস