Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাটগ্রামে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে সভা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২২, ০৬:৩২ পিএম


পাটগ্রামে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে সভা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পানবাড়ি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল দশটায় উপজেলার পানবাড়ি বিজিবি ক‍্যাম্পে দুই ঘণ্টা ব্যাপী এ সমন্বয়ে সভা হয়েছে। উক্ত সমন্বয় সভায় বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এএফএম আজমল হোসেন খান, পিএসসি অপরদিকে বিএসএফের ১৪ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন রানীনগর জলপাইগুড়ি ৪০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী ভিজেন্দ্র কুমার কাসানা। সভায় সীমান্ত সংশ্লিষ্ট চোরাচালান প্রতিরোধ, গবাদি পশু চোরাচালান রোধ, নারী-শিশু ও মানব পাচার প্রতিরোধ, পুশ ইন রোধ, অবৈধ সীমান্তে অনুপ্রবেশ রোধসহ সীমান্তের ১৫০ গজের মধ‍্যে কোন ধরণের অবৈধ স্থাপনা নির্মাণ না করা ইত্যাদি সম্পর্কে ফলপ্রসূ আলোচনা করা হয়।

এসএম

Link copied!