Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

নীলফামারীতে ইজতেমা মাঠে মুসল্লির মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২২, ০৮:৪৪ পিএম


নীলফামারীতে ইজতেমা মাঠে মুসল্লির মৃত্যু

নীলফমারী সদর উপজেলার দারোয়ানী সুতাকল মাঠে বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হয়েছে তিন দিনের জেলা ইজতেমা। ইজতেমা শুরুর প্রথম দিনেই জসো উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়। তিনি ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার কাচুয়া মামুদের ছেলে।

জেলা তাবলীগ জামাতের আমীর ও নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, বুধবার বিকেলে ইজতেমায় এসেছিলেন তিনি। ভোর রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ফজরের নামাজের পর ইজতেমা প্রাঙ্গণে জানাজা শেষে তার লাশ বাড়িতে পাঠানো হয়।

এদিকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনের জেলা ইজতেমা। উদ্বোধনী বয়ান পেশ করেন বাংলাদেশ তাবলীগ জামাতের সুরা সদস্য মাওলানা মো. মোশাররফ হোসেন।

আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এই ইজতেমা।

এসএম

Link copied!