Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাধবপুরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে আটক ৩

মাধবপুর প্রতিনিধি

মাধবপুর প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২২, ০৭:১১ পিএম


মাধবপুরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে আটক ৩

হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

গতকাল রাতে বাঘাসুরা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকা থেকে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রসহ আটক করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের অটোরিকশা চালক আব্দুল কাদের (৫২)কে ১শ টাকায় ভাড়া করে শাহপুর নতুনবাজার যাওয়ার জন্য। পথিমধ্যে যাত্রীবেশী ছিনতাইকারী ইটাখোলা গ্রামের হারিছ মিয়ার ছেলে মোঃ মন্নান মিয়া (২২), শিমুলঘর গ্রামের মিজান লস্করের ছেলে মোঃ তারেক লস্কর (২১), ও  দক্ষিণ বেজুড়া গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ সামছু মিয়া (২২) ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তাকে ধাক্কা দিয়া ফেলে তার অটোরিক্সাটি ছিনিয়ে নেয়।

ভিকটিম আব্দুল কাদের এর ডাক চিৎকার শুনিয়া আশপাশ হইতে লোকজন আসে এবং পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে এসআই মানিক কুমার সাহা এএসআই জিয়উর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ২টি ছুরি উদ্ধার করে। 

এআই

Link copied!