Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২২, ০৪:০৬ পিএম


বাগাতিপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে হাফিজা বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা পশ্চিমপাড়া গ্রাম থেকে এই উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আনজের আলী মন্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীরা জানায়, শনিবার সকাল ৬টার দিকে আনজের আলী রসুন বপন করতে মাঠে যায়। তার মেয়ে সাবিনা আক্তার মাকে ডাকাডাকি করে না পেয়ে ভাত রান্না করার জন্য খড়ি আনতে গোয়াল ঘরে যায়। ওই গোয়াল ঘরে তার মাকে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা হাফিজাকে উদ্ধার করে স্থানীয় ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে পরিবারের দাবি, নিহত হাফিজা মানুষিক রোগী, ইতিপূর্বেও একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে মৃত হাফিজার লাশ তার ঘর থেকে উদ্ধার করে আনা হয়। এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য শনিবার দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।

কেএস 

Link copied!