Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২২, ০২:৫২ পিএম


জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

জামালপুরের সরিষাবাড়ীতে জমির দখল নিয়ে দু’পক্ষের সংর্ঘষে ২০ জন আহত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিক পটল গ্রামের মৃত ইলাহী বকস এর ছেলে আব্দুস সাত্তারের সাথে একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বাদশা মিয়ার  মধ্যে ২ একর জমি নিয়ে দুই বছর যাবৎ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল। গত শনিবার আদালতের রায়ে  জমি প্রাপ্ত হয়ে বাদশা মিয়া জমির সীমানা নির্ধারন করতে যায়। এতে অপর পক্ষ আব্দুস সাত্তারের লোকজন বাধা প্রদান করলে  দু পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে।

সংর্ঘষে উভয় পক্ষের আব্দুস আত্তার (৫৫), সুজন মিয়া (৪০), হাতেম আলী (৭০), বাদশা মিয়া (৬০), আলী আকবর (৫০), আব্দুল হাই (৫৫), কমলা বেগম (৩০), পারুল বেগম (৪৫), হাছেন আলী (৫৭) ও মোতালেবসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

কেএস

Link copied!