Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুলিশ হেডকোয়ার্টার্সের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

চুয়াডাঙ্গার এসপির ভার্চুয়ালি অংশগ্রহণ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৭, ২০২২, ০৪:৩৯ পিএম


চুয়াডাঙ্গার এসপির ভার্চুয়ালি অংশগ্রহণ

বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানদের সঙ্গে পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকালে অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপস) আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য ইউনিট প্রধানদের পাশাপাশি জেলার মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্রান্তে সভায় ভার্চূয়ালি অংশ নেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

এসময় অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম অপরাধ পরিসংখ্যান ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পাশাপাশি সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস, ডিআইও-(১), জেলা গোয়েন্দা শাখার ওসি, চুয়াডাঙ্গার ওসিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

এবি

Link copied!