Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিএনজি চালক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২২, ০৫:০৪ পিএম


ভালুকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিএনজি চালক নিহত

ময়মনসিংহের ভালুকায় হঠাৎ ব্রেক করায় ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় সিএনজি চালক নবী হোসেন (২৬) ঘটনাস্থলেই নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (২৭ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে রাস্তার পাশে একটি ট্রাক হঠাৎ করে দাঁড়িয়ে যায়। 

এসময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্সা (গাজীপুর খ-১১-০৭৩৫) ট্রাকের পিছনে ধাক্কা দিলে সিএনজি চালক পাশের ফুলবাড়িয়া উপজেলার রঘূনাথপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে নবী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় মাহফুজ সহ দুই যাত্রী গুরুতর আহত হয়।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, নিহতের লাশটি উদ্ধার করে আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দসহ এ ঘটনায় মামলা হয়েছে।

এআই

Link copied!