Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়ি রিজিয়ন’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২২, ০৯:৩৭ পিএম


খাগড়াছড়ি রিজিয়ন’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তীতে খাগড়াছড়ি রিজিয়ন এর উদ্যোগে তিন শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রিজিয়নের আওতায় বিজিতলা ও ভূয়াছড়ি সাবজোন পরিদর্শন করেন। এ সময় তিনি ভূয়াছড়ি সাবজোনে পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তী উপলক্ষে পাহাড়ি দুর্গম এলাকার প্রায় তিন শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সন্ত্রাস দমনের পাশাপাশি অঞ্চল ভিত্তিক সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে পরিচালিত বিভিন্ন গঠনমূলক কাজের মধ্যে এটি একটি। ধারাবাহিক উন্নয়নের কাজ হিসাবে এ ধরনের সহযোগিতা পরবর্তীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যাক্ত করেছেন স্থানীয় সুবিধাভোগীরা।

কেএস 

Link copied!