কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২২, ০৬:০৭ পিএম
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২২, ০৬:০৭ পিএম
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ প্রকাশিত হয়েছে। এ বোর্ডের অধীনে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়। এবছর এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪১ জন। এর মধ্যে অংশ গ্রহণ করে ১৪০ জন শিক্ষার্থী। পাশ করে ১৩৭ জন।পাশের হার ৯৭.৮৬ শতাংশ। জিপিএ -৫ পেয়েছে-৮৪ জন। ৩ জন অনুত্তীর্ণ হয়।বিজ্ঞান বিভাগ থেকে ৮২ জন অংশ গ্রহণ করে সবাই উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। মানবিক বিভাগে ৫৮ জন অংশ গ্রহণ করে এবং এর মধ্যে ১৫ জন জিপিএ- ৫ পেয়েছে।
এবছর নেত্রকোনা জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২০৯৬২ জন এবং পাশ করে ১৮ হাজার ৫৭০ জন। জেলায় পাশের হার ৮৮.৫৯ শতাংশ।
জানা যায় এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞান বিভাগে ৯৮.১৮ শতাংশ, মানবিকে ৮৩.৩৫ এবং ব্যবসায় শিক্ষায় ৯০.৪৪ শতাংশ। মোট জিপিএ -৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন।এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৪৪৮ জন এবং ছাত্র ৬ হাজার ৭৬৮ জন।
এসএম