Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

স্কুলছাত্রীর ৫০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, ৩ জনকে খুঁজছে পুলিশ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২২, ০৬:১৪ পিএম


স্কুলছাত্রীর ৫০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, ৩ জনকে খুঁজছে পুলিশ

বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীর গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই ছাত্রীর মা বাদী হয়ে রাসেল মিয়া (২১) নামের এক বখাটে ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই বখাটে ও তার দুই সহযোগী পলাতক রয়েছেন। পুলিশ তাদের খুঁজছে।

মামলা সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী উপজেলার একটি স্কুলে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। এক বছর ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রাসেল মিয়া। মেয়েটি প্রেমে সাড়া না দিলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাসেল।

প্রায় এক মাস আগে মেয়েটি নিজ বাড়িতে গোসলের সময় রাসেল মিয়া কৌশলে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে বড়চাপড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জিয়াম সরদার (২০) ও সাবু মণ্ডলের ছেলে সজিব মণ্ডলের (১৯) সহযোগিতায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন রাসেল। পরে তা ভাইরাল হয়।

১৪ নভেম্বর রাতে ওই স্কুলছাত্রী বিষয়টি জানতে পেরে তার মাকে জানায়। এ ঘটনায় শুক্রবার (২৫ নভেম্বর) মেয়েটির মা বাদী হয়ে রাসেল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে সত্যতার প্রমাণ পেয়ে রোববার (২৭ নভেম্বর) রাতে থানায় মামলা রেকর্ড করেছে।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, স্কুলছাত্রীর গোসলের ৫০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার পর থেকে ওই বখাটে ও তার দুই সহযোগী পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। 

এআই

Link copied!