Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এসএসসিতে ব্রাহ্মণবাড়িয়ায় পাশের হার প্রায় ৯০ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২২, ০৬:৩২ পিএম


এসএসসিতে ব্রাহ্মণবাড়িয়ায় পাশের হার প্রায় ৯০ শতাংশ

চলতি বছরের কুমিল্লা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এ বছর জেলার সার্বিক পাশের হার প্রায় ৯০ শতাংশ।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জেলা থেকে ৩৩ হাজর ৬৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩০ হাজার ৩৬০ জন পাশ ও ৩ হাজার ৩১৭ জন অকৃতকার্য  হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২০৬ জন।

জানা যায়, এ বছর জেলা থেকে এসএসসিতে ২৮ হাজার ৩০ জন অংশগ্রহন করে পাশ করে ২৫ হাজার ৭১২ জন এবং (জিপিএ-৫) পায় ২ হাজার ৩১৮ জন। পাশের হার ৯১.৭৩%, দাখিল পর্যায়ে ৪ হাজার ১৮০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৩ হাজার ৩১৯ জন যাতে (জিপিএ-৫ পায়) ৮৬১ জন। পাশের হার ৭৯.৪০% এবং ভোকেশনাল পর্যায়ে ১ হাজার ৪৬৭ জন অংশ নিয়ে পাশ করে ১ হাজার ৩২৯ জন এবং (জিপিএ-৫) পায় ১৩৮ জন। পাশের হার ৯০.৫৯%।

এদিকে জেলায় জিপিএ ৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এ বছর এই স্কুল থেকে ৩৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ ২৩৬ জিপিএ ৫ পেয়েছে। পাশের হারও শতভাগ।

কেএস 

Link copied!