Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চরফ‍্যাশনে দুই ইউপিতে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২২, ০৮:৩৯ পিএম


চরফ‍্যাশনে দুই ইউপিতে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

চরফ‍্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে দুই স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। 

আসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম মিলিটারী আনারস প্রতীক নিয়ে ৪০৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরে আলম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৩৬৭৭ ভোট পেয়ে হেরে গেছেন।

ওমরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ,কেএম, সিরাজুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৫০৫৯ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মোঃ রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩৬৮০ ভোট। উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম এ তথ‍্য নিশ্চিত করেন।

১২ বছর পর আসলামপুর ইউনিয়নে আইনী জটিলতার কারণে সোমবার (২৮ নভেম্বর) কড়া নিরাপত্তা ব্যবস্থায় এ প্রথম  ইভিএম পদ্ধতিতে সকাল ৮টার সময় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। একই ভাবে ওমরপুর ইউনিয়নে ভোট গ্রহণও সম্পন্ন হয়েছে। 

আসলামপুরে মোঃ নুরে আলম ও ওমরপুরে মোঃ রিয়াজুল ইসলাম নৌকা প্রতীকের তাদের বিপরীতে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম মিলিটারী স্বতন্ত্র আনারস প্রতীক এবং ওমরপুর ইউনিয়নে এ,কে এম সিরাজুল ইসলাম সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র আনারস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব‍্যবধানে জয়লাভ করে।

উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, দুই ইউনিয়নে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে। নৌকাকে পরাজিত করে দুই স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

কেএস 

Link copied!