Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে যুবকের পুরুষাঙ্গ কর্তন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২২, ০৮:৪১ পিএম


টাঙ্গাইলে যুবকের পুরুষাঙ্গ কর্তন

টাঙ্গাইলের কালিহাতীতে আজগর আলী (২২) নামের এক যুবকের লিঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার আটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আজগর আলী আটাবাড়ি গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। তাকে ঘটনার পর পরই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

আজগর আলীর চাচী মর্জিনা বেগম জানান, রোববার ভোরে আজগর নিজ ঘর থেকে বের হয়ে বাহিরে চেঁচামেচি করছেন। তার শরীর ও ঘরের বিছানায় রক্তে ভিজে গেছে। কে বা কাহারা এ ঘটনা ঘটায় তা এখনও জানা যায়নি।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কেএস 

Link copied!