Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আড়াইহাজারে বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২২, ০২:০৬ পিএম


আড়াইহাজারে বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষাক্ত ট্যাবলেট (স্থানীয় ভাষায় কেড়ির বড়ি) খেয়ে এক হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার সদর পৌরসভার গাজীপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম পলাশ চন্দ্র (২০)। সে ওই গ্রামের কাঞ্চন চন্দ্র ও বেবী রানী দম্পতির ছেলে।

জানা গেছে, সোমবার রাতে পলাশ তার পিতা-মাতার সাথে অভিামন করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর বিধায় বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরী ভিাগের চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ওই হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়ীতে এনে দাহ করা হয়।

বিশ্বস্ত সূত্র জানায়, পলাশের স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে বিয়ের বিষয়ে পিতা-মাতা রাজী না হওয়ার কারণে পলাশ বিষাক্ত ট্যাবলেট খেয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই।

কেএস 

Link copied!