Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

মুন্সীগঞ্জে সেতু আছে রাস্তা নেই, দুর্ভোগ

আবু হানিফ রানা, মুন্সীগঞ্জ

আবু হানিফ রানা, মুন্সীগঞ্জ

নভেম্বর ২৯, ২০২২, ০৩:১৬ পিএম


মুন্সীগঞ্জে সেতু আছে রাস্তা নেই, দুর্ভোগ

রাস্তার অভাবে দুর্ভোগে রয়েছেন স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কয়েক হাজার জনসাধারনের জনদুর্ভোগ কমাতে আলীপুর খালের ওপর নির্মাণ করা হয়েছিল একটি সেতু। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় বছরের পর বছর মানুষের ভোগান্তির অবসান হয়নি।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রাম সংলগ্ন খালে নির্মিত সেতুর দুই পাশ থেকে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন আলীপুরসহ আশপাশের লোকজন।

জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আওতায় ২০১৯ সালে আলীপুর গ্রামের খালের ওপর নির্মাণ করা হয় একটি সেতু। কিন্তু ৩ বছর আগে ওই সেতুর সংযোগ সড়কের কিছু অংশ বৃষ্টির পানিতে ভেঙে যায়।

এলাকাবাসীর অভিযোগ, ভেঙে যাওয়া সড়ক মেরামত করার জন্য জনপ্রতিনিধি থেকে শুরু করে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো লাভ হয়নি।

স্থানীয়রা জানায়, ব্রিজ থাকলেও রাস্তা না থাকায় ব্রিজটি ব্যবহার করা যাচ্ছে না। ফলে মহাসড়ক দিয়ে দুই-তিন কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

আলীপুর গ্রামের বাসিন্দা মো.আনিচুর রহমান বলেন, বর্ষাকালে পানি বাড়ার সঙ্গে সঙ্গে সেতুর দুপাশ তলিয়ে যায়। আধুনিক যাতায়াত ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন রয়েছে আমাদের গ্রাম। শুকনো মৌসুমেও সেতুর পাশে সড়ক না থাকায় এ গ্রাম থেকে বাইসাইকেল নিয়েও চলাচল করা সম্ভব হয় না।

আলীপুর এলাকার স্থায়ী বাসিন্দা বৃদ্ধ বদর আলী জানান, নির্বাচন এলে চেয়ারম্যান-মেম্বাররা ভোট নেওয়ার জন্য এলাকায় আসে  আর নানা রকমের মিথ্যা আশ্চাস দেন। ভোটের পর আর তাদের দেখা যায় না এবং উন্নয়নের দিকে ফিরেও তাকায় না। বর্তমান চেয়ারম্যান আগেও যখন চেয়ারম্যান ছিলেন তখন বহুবার নানাভাবে উৎসাহ দিয়েছেন এই ব্রিজের দুপাশের রাস্তা করে দিবেন কিন্তু দেননি।

ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন আমার সংবাদকে জানান, ব্রিজের দুই পাশে গাইডওয়াল নির্মাণসহ রাস্তাাটি সংস্কারের জন্য বরাদ্দের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাইজুল ইসলাম বলেন, ব্রিজের দুই পাশে ব্যক্তি মালিকানাধীন খাল থাকায় সংযোগ সড়কটি রক্ষা করা যাচ্ছে না। ব্রিজের উভয় পাশে গাইডওয়াল নির্মাণ করা হলে এটি ব্যবহার উপযোগী হবে। তাই সড়ক নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

কেএস

Link copied!