Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ভিন্নধর্মী প্রতিবাদ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২২, ০৩:৩৭ পিএম


দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ভিন্নধর্মী প্রতিবাদ

দেশে চলমান দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন হানিফ ওরফে ‘হানিফ বাংলাদেশী’।  মঙ্গলবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর  স্মারকলিপি দেন তিনি।

এ সময় হানিফ বলেন, ঘুষ-দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ গলায় ফেস্টুন, হাতে ‘বদলে যাও বদলে দাও’ লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গত ৫ জুন কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেছেন। আগামী বছরের ৩০ জানুয়ারি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় স্মারকলিপি দেওয়ার মাধ্যমে ৬৪ জেলা হানিফের সফর শেষ হবে।

মো. হানিফ নোয়াখালী সদর উপজেলার মাইজদী এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। ভোট, গণতন্ত্র ও আইনের শাসনের মানোন্নয়ন এবং ঘুষ, দুর্নীতি ও অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিচ্ছেন তিনি।

এসএম

Link copied!