Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত পাইলট সুস্থ

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২২, ০৭:৪২ পিএম


বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত পাইলট সুস্থ

বগুড়ার কাহালু উপজেলার দূর্বাগাড়ী এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলী এলাকার একটি আলুক্ষেতে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে।

বিমানে দুজন বৈমানিক ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এরুলিয়া বিমানবন্দর এলাকা থেকে বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই ওই মাঠের একটি আলুক্ষেতে বিধ্বস্ত হয়। এ সময় বিকট শব্দ হয়। দুর্ঘটনার পর পরই বিমানবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে দুজন বৈমানিককে উদ্ধার করেন।

আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) এরুলিয়া বিমানবন্দর, বগুড়া সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির বৈমানিকদ্বয় নিরাপদ ও সুস্থ আছেন।’

এসএম

Link copied!