Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চুয়াডাঙ্গায় পুলিশ সুপারের সাথে বিট অফিসারদের মতবিনিময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২২, ০৮:০৪ পিএম


চুয়াডাঙ্গায় পুলিশ সুপারের সাথে বিট অফিসারদের মতবিনিময়

‍‍`বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি‍‍` স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের ৫৩টি বিটের অফিসারদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।  মঙ্গলবার (২৯ নভম্বের)  সকালে পুলিশ পার্ক লেন কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় পুলিশ সুপার বিট পুলিশিংয়ের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রায়োগিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বিট অফিসারদের নিজ নিজ এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, তিনি জননিরাপত্তা ও জনশৃঙ্খলায় সকল বিট অফিসারকে সদা তৎপর থাকার জন্য বলেন।

এসময় বিট পুলিশিং সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব এবং বিট পুলিশিং রেজিস্টারসমূহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য চার জন বিট অফিসারকে পুরস্কৃত করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, জেলা বিশেষ শাখার ডিআইও(১) আলমগীর কবীর, জেলা গোয়েন্দা শাখার ওসি শেখ সফিকুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

ইএফ

Link copied!