Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিরাজদীখানে বাইসাইকেল পেলেন ৬৮ জন গ্রাম পুলিশ

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ০৪:৪৭ পিএম


সিরাজদীখানে বাইসাইকেল পেলেন ৬৮ জন গ্রাম পুলিশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রত্যন্ত গ্রামীগঞ্জে নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল পেলেন ৬৮ জন গ্রামপুলিশ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর গ্রামপুলিশদের হাতে এ বাইসাইকেল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত দায়িত্ব) মঈনুল হাসান নাহিদ,উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপ প্রশাসনিক কর্মকর্তা বশীর আহমেদ, উপজেলা পরিষদের সিএ মো.আবু তাহের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মহাসিন খান মন্টু সহ আরো অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, যেহেতু গ্রাম পুলিশ জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে দায়িত্ব পালন করেন, তাই তাদের কাজের গতি ত্বরান্বিত করতে পারলে সামাজিক অসঙ্গতিগুলো সমাধানসহ প্রত্যন্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজে জেনে, তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তাই প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল গ্রাম পুলিশদের হাতে তুলে দেওয়া হয়।

এআই

Link copied!