Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভেদরগঞ্জে মাসিক সমন্বয় সভা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ০৫:৫৪ পিএম


ভেদরগঞ্জে মাসিক সমন্বয় সভা

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ উপমন্ত্রি একেএম এনামুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুর হাফিজ নাদিম, ভেদরগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহাদুল খান বাহার, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।

কেএস

Link copied!