গৌরীপুর প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২২, ০৮:২১ পিএম
গৌরীপুর প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২২, ০৮:২১ পিএম
রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৩৭০জন কৃষককে বিনামূল্যে সার ও বোরো ধানের বীজ দেয়া হয়েছে।
বুধবার (৩০নভেম্বর) উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন। প্রণোদনায় ৩ হাজার ১৭০জন কৃষককে ৫কেজি উপসী জাতের ধান বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার এবং ৩হাজার ২০০ কৃষকতে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানে বীজ দেয়া হয়।
ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য শফিকুল ইসলাম মিন্টু, ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপহসহকারি কৃষি কর্মকর্তা আনিছুর রহমান ও শরীফুল ইসলাম প্রমুখ।
এসএম