Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালমারীতে ককটেল বিস্ফোরন, পুলিশের গুলি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ডিসেম্বর ১, ২০২২, ১১:২০ এএম


বোয়ালমারীতে ককটেল বিস্ফোরন, পুলিশের গুলি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপি নেতা খন্দকার নাসিসরুল ইসলামের ইট ভাটার ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭ টার র মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের জয়নগরে এই ঘটনা ঘটে।

এসময় সড়কে টায়ার জালিয়ে আগুন ধরিয়ে চলে যায় দূবৃত্তিরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে টায়ারের আগুন নিয়ন্ত্রন করেন

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। এ সময় পুলিশ ফাকা ১২ রাউন্ড শর্টগানের গুলি ছুরেন।

থানার এসআই আক্কাচ আলী বলেন, ককটেল বিস্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। যারা নাশকতা সৃষ্টি করার জন্য বোমা ফাটিয়েছেন তাদের আটক করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শর্টগানের ১২ রাউন্ড ফাকা গুলি করা হয়।

সম্প্রতি বোয়ালমারী পৌরসভার চৌরাস্তায় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ রাতের আধারে দৃবৃর্ত্তিরা ইটপাটকেল ছুড়ে ভাংচুর চালায়। ওই ঘটনায় কোন মামলা হয়নি, আটকও হয়নি।


ইএফ

Link copied!