Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নলছিটির ইউএনওকে বিদায় সংবর্ধনা

আরিফুর রহমান, নলছিটি

আরিফুর রহমান, নলছিটি

ডিসেম্বর ১, ২০২২, ০১:২৪ পিএম


নলছিটির ইউএনওকে বিদায় সংবর্ধনা

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় ঝালকাঠির জেলার নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদারকে বদলিজনিত বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে অফির্সাস ক্লাবের আয়োজন এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকারি দায়িত্ব পালনকালে তার কর্মযজ্ঞে সবার সহযোগিতায় সরকারের অর্পিত দায়িত্ব পালন করেছেন। এ জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ইউএনও রুম্পা সিকদার ৩১ তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ৮ জুলাই নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান। দীর্ঘ সময়ে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধন নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।

কেএস 

Link copied!