Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট, সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২২, ০৪:০০ পিএম


সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট, সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী বিভাগের আটটি জেলায় ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে সিরাজগঞ্জ থেকে রাজশাহীর বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ রুটে ও ঢাকাগামী বাস চলাচল করছে।
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আগামী ৩ ডিসেম্বর। তার আগেই সেখানে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট।

বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অটোরিকশা বা ছোট বাহনে করে মানুষ গন্তব্যে যাচ্ছেন। এজন্য তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। যাত্রীরা এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।

সকালে এমএ মতিন বাসস্ট্যান্ডে কথা হয় পাবনাগামী যাত্রী আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘পরিবার নিয়ে পাবনা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। কিন্তু এখানে এসে দেখি গাড়ি চলছে না। এখন কী করব বুঝতে পারছি না।’

আরেক যাত্রী জমসের ভাষ্য, ‘আমি চিকিৎসা নিতে এনায়েতপুরে এসেছিলাম, এখন রংপুরে যাব, কিন্তু গাড়ি নেই। তাই বাধ্য হয়ে আবার হোটেলে ফিরে যাচ্ছি।’

ধর্মঘটের বিষয়ে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি সুলতান তালুকদার  বলেন, ‘১০ দফা দাবিতে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হচ্ছে। দাবি মানা না হলে এ আন্দোলন চলমান থাকবে।


ইএফ

Link copied!