Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিঠাপুকুরে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ

মিঠাপুকুর প্রতিনিধি

মিঠাপুকুর প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২২, ০৫:০৪ পিএম


মিঠাপুকুরে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ

রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ১৬০ জন বিভিন্ন রকমের শারীরিক প্রতিবন্ধীদের মাঝে জনপ্রতি একহাজার টাকা ও একটি করে কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেগম রোকেয়া অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার, ফাতেমা তুজ জোহরা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তথ্যমতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার,আমার সংবাদকে জানান, এবার উপজেলায় ১৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষসহ এতিমদের মাঝে শীত নিবারণের জন্য ৮ হাজার ৮৩০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

এসএম

Link copied!