পার্বত্যাঞ্চল প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২২, ০৫:৩৫ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২২, ০৫:৩৫ পিএম
খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সেলাই মেশিন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন এর সহযোগিতায় ঐতিহাসিক পার্বত্য চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
একই দিনে সকাল ১১টার দিকে ঐতিহাসিক পার্বত্য চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে বর্ণিল আয়োজনের রোড শো উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী। রোড শো টি খাগড়াছড়ি জেলা শহর হয়ে ভাইবোন ছড়া, মাইসছড়ি, মাটিরাঙ্গা উপজেলা প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এসে শেষ হয়।
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সাধারণ পাবলিক গ্রন্থগারে ঐতিহাসিক পার্বত্য চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র, সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম, খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের ডা: সুবল জ্যোতি চাকমা, পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ মাহমুদ, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী সহ মেডিকেল ক্যাম্পেইন এর সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
মেডিসিন বিভাগ, হৃদরোগ বিভাগ, শিশু বিভাগ, স্ত্রী ও প্রসূতি বিভাগ, অর্থোপেডিক বিভাগে চিকিৎসা সেবা প্রদান করার পর অসহায় দুস্থদের মাঝে ফ্রি ঔষধ বিতরন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শান্তিচুক্তির কারণেই পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। পাহাড়ের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। সহিংসতা দূর হয়ে। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্টির ভাগোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন শান্তি চুক্তির ফলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, রাঙামাটি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ, খাগড়াছড়ি প্রাইমারি শিক্ষকদের ট্রেনিং সেন্টার পিটিআই সেন্টার, রাঙামাটি নার্সিং কলেজ, রাঙামাটি কৃষি ডিপ্লোমা কলেজ, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি হাসপাতাল ভবন, উপজেলা কমপ্লেক্স ভবন, জেলার প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, খাগড়াছড়ি ডায়াবেটিস হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
কেএস