Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মানিকছড়িতে সড়ক পরিবহন আইনে মামলা, জরিমানা আদায়

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২২, ০৬:৫৩ পিএম


মানিকছড়িতে সড়ক পরিবহন আইনে মামলা, জরিমানা আদায়

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক পরিবহন আইন অমান্য করায় মামলা ও জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ময়ুরখীল এলাকায় আইন অমান্য করে হেলমেট ব্যাবহার না করা ও অতিরিক্ত যাত্রীবহণ করা এবং গাড়ির নিবন্ধন না থাকায় সড়কে গাড়ি থামিয়ে পরিবহন আইনে ৭টি মামলায় ২ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

তিনি জানান, জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চালককে হেলমেট পড়া, অতিরিক্ত যাত্রীবহন না করা ও গাড়ির বৈধ কাগজপত্র নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়ক পরিবহণ আইন-২০১৮ এর ৯২ ধারায় ৭টি মামলায় ২ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

কেএস 

Link copied!