Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মোটরসাইকেলের বহর নিয়ে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীরা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২২, ০১:৪৪ এএম


মোটরসাইকেলের বহর নিয়ে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীরা

রাজশাহী বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে হাজারো মোটরসাইকেলের বহর নিয়ে রাজশাহী শহরে ঢুকছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

শুক্রবার (২ নভেম্বর) সকাল থেকে বেশ কয়েকটি মোটরসাইকেলের বহর রাজশাহীতে ঢুকতে দেখা যায়।

বিকেলে নওগাঁর মান্দা এলাকা থেকে মোটরসাইকেলের বহর নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা রাজশাহী আসে। এছাড়াও বগুড়া থেকে একটি বিশাল মোটরসাইকেলের বহর আছে বলে জানা যায়। ওই বহরে প্রায় এক হাজার মোটরসাইকেল রয়েছে বলে দাবি করেছেন নেতারা। তবে পথে পথে তল্লাশির নামে পুলিশের বাধা ও মাঝপথ থেকে বহরটিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন তাঁরা।

এদিকে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু করেছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি। শুক্রবার ধর্মঘটের দ্বিতীয় দিন।

বগুড়া জেলা ছাত্রদল-যুবদলের নেতারা অভিযোগ করে বলেন, আজ সকাল ১০টায় বগুড়া থেকে মোটরসাইকেলের বহর নিয়ে তাঁরা রওনা দেন। বগুড়া শহরের চারমাথা সেঞ্চুরি মোটেলের সামনে পুলিশ বহরটিকে আটকে দেয়। প্রথমে থামতে না চাইলে পুলিশ মারমুখী হয়ে কয়েকজন চালককে লাঠিপেটা করে। ভাঙচুর করে ছয়-সাতটি মোটরসাইকেল। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের তর্কযুদ্ধ বাধে। শেষে কাগজপত্র তল্লাশির নামে ১৫-২০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। জব্দ করা হয় মোটরসাইকেল। বাকি মোটরসাইকেল চারমাথা অতিক্রম করতে পারলেও পথে পথে পুলিশের তল্লাশিচৌকির মুখে পড়তে হয় নেতা-কর্মীদের।

বগুড়া সদর ট্রাফিকের পরিদর্শক (প্রশাসন) মাহবুবর রহমান বলেন, কাউকে হয়রানি উদ্দেশ্যে নয়; নিয়মিত তল্লাশির অংশ হিসেবেই তল্লাশিচৌকি বসানো হয়েছে। সেখানেকে কোন দল করে, সেটা দেখার বিষয় নয়। যেসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, শুধু সেসব মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অন্যদের কাগজপত্র তল্লাশি করে ছেড়ে দেওয়া হয়েছে। ওই বহরের ১৪-১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ করা হয়েছে।

মোটরসাইকেলবহরে নেতৃত্ব দেওয়া বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, বহরে প্রথমে ১ হাজার ৮০০ মোটরসাইকেল যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চারমাথায় জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা পুলিশ আগে থেকেই বহর আটকে দেওয়ার জন্য অবস্থান নেয়। নেতা-কর্মীরাও গ্রামীণ সড়ক দিয়ে বিকল্প পথে খণ্ড খণ্ড বহর নিয়ে রাজশাহী পৌঁছার কৌশল নিয়েছেন।

দ্রব্যমূল্য, লোডশেডিং, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সাংগাঠনিক বিভাগে ধারাবাহিক গণসমাবেশ করছে বিএনপি। তারই অংশ হিসেবে শনিবার (৩ নভেম্বর) রাজশাহীতে বিএনপির গণসমাবেশ হবে হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠে)।

গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম সমাবেশ হয়। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে বিএনপির গণসমাবেশে শেষ হবে।

ইএফ
 

Link copied!