Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

ভেকুর চাপায় যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২২, ০২:০৬ পিএম


ভেকুর চাপায় যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে মাটিকাটার ভেকু মেশিনে চাপা পড়ে খলিল বেপারী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিরুয়ালইল নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিল ওই এলাকার কুদ্দুস বেপারীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিরুয়াইল ইউনিয়ন পরিষদের অধীন শিরুয়াইল বাজারের পশ্চিম দিকে একটি রাস্তার কাজ চলতেছিল। শুক্রবার সন্ধ্যার দিকে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ চলছিল। স্থানীয় লোকজনর সাথে মাটি খনন কাজ দেখতে ছিলেন তিনি। এসময় খলিলের পা পিছলে ভেকুর পিছনে পড়ে যান। এক পর্যায় ভেকু মেশিনের আঘাত লাগলে গুরুতর আহত হন খলিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে উন্নত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আশার পথে খলিলের মৃত্যু হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. আসিফুর রহমান প্রিন্স বলেন। রাত আটটার দিকে লোকটিকে আমাদের এখানে আনা হয়। লোকটিকে আনার পড়ে আমরা ইসিজি করি।পরে আমরা ডেড ডিক্লার করি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের আইসি ওখানে গেছে। তিনি আসলে জানতে পারবো। আমি খোঁজ খবর নিচ্ছি।

কেএস 

Link copied!