Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সমাবেশ মঞ্চে খালেদা-তারেকের জন্য রাখা হয়েছে চেয়ার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২২, ০২:৩৯ পিএম


সমাবেশ মঞ্চে খালেদা-তারেকের জন্য রাখা হয়েছে চেয়ার

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শনিবার (৩ ডিসেম্বর)। সমাবেশ শুরু হবে বিকেল ৩টায়। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চে অতিথিদের আসনের জায়গায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে একাই মঞ্চে বসে থাকতে দেখা গেছে।

এদিকে সমাবেশের তিন দিন আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সকালে মাদরাসা মাঠে দলীয় নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। এ সময় স্লোগানে মুখর ছিল মাঠ।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (০৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের সব আয়োজন শেষ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেএস 

Link copied!