Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এবারও আর্জেন্টিনার পতাকার রঙে চুল রাঙালেন সেই যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২২, ১২:০০ পিএম


এবারও আর্জেন্টিনার পতাকার রঙে চুল রাঙালেন সেই যুবক

এবারও নিজের চুল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন মুন্সীগঞ্জের এক যুবক। দলকে ভালোবেসে তিনি এমনটা করেছেন। তার নাম মো. তুহিন।

তিনি সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার রিকাবী বাজা‌রের বাসিন্দা। ছোট বেলা থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসছেন তিনি।

গত ৪‌ বিশ্বকাপ ধ‌রে রং তু‌লি দিয়ে নি‌জে‌কে আ‌র্জে‌ন্টিনার পতাকা রঙে এভাবে সাজিয়ে আসছেন। এবারও তার ব্যতিক্রমী উদ্যোগ সবাইকে অবাক করেছে।

উল্লেখ্য, বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারাবিশ্ব। পি‌ছি‌য়ে নেই বাংলাদেশ। প্রতিদিন প্রিয় দলের সাপোর্টররা নানান কর্মসূচিতে ব্যস্ত।

এআই

 

Link copied!