Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কেন্দুয়ায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে পরীক্ষা স্থগিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২২, ০৩:০৬ পিএম


কেন্দুয়ায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে পরীক্ষা স্থগিত

নেত্রকোণার কেন্দুয়ায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠায় গরা ডোবা ইউনিয়নের ঐতিহ্যবাহী রওশন ইজদানী একাডেমীর কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়কসহ ৫টি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই স্কুলর নিয়োগকমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের পছন্দের প্রার্থীদের কাছ থেকে কৌশলে মোটা অঙ্কের টাকা লেনদেনে করে শনিবার নিয়োগদানের প্রক্রিয়া শুরু করেন। এ ঘটনা আগেই অন্যান্য প্রার্থী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ফাঁস হয়ে যায়। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল আলম, মো. মাসুদ তালুকদার ও আহসানুল কবীর ওরফে তাহের মাস্টার নিয়োগ বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

এই নিয়োগ বাণিজ্যের খবর প্রকাশ পেলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে নিয়োগদান কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান, নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কেএস 

Link copied!