Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ময়মনসিংহ জেলা-মহানগর আ.লীগের কমিটিতে যারা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২২, ০৩:৩৭ পিএম


ময়মনসিংহ জেলা-মহানগর আ.লীগের কমিটিতে যারা

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন বাবুল নির্বাচিত হয়েছেন। আর মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক পদে মোহিত উর রহমান শান্ত নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে ত্রিবার্ষিক সম্মেলন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা দেন।

নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন এবং সাধারণ সম্পাদক হোসেন বাবুল দ্বিতীয়বারের মতো সেক্রেটারি নির্বাচিত হয়েছে। এছাড়া প্রথমবারের মতো সিটি মেয়র ইকরামুল হক টিটু মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং মোহিত উর রহমান শান্ত দ্বিতীয়বারের মতো মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি  নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ সব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইকরামুল হক টিটু।

এর আগে ২০১৬ সালের ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই দিন সম্মেলনস্থলে কমিটি ঘোষণা করা হয়নি। পরে ২০১৬ সালের ১০ অক্টোবর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জহিরুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়। এছাড়া মহানগর কমিটিতে সভাপতি পদে এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক পদে মোহিত উর রহমানের নাম ঘোষণা করা হয়।

এআই

Link copied!