Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২২, ০৮:০৫ পিএম


বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় রত্না আকতার (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নারীসহ ১০জন আহত হয়েছে।

নিহত রত্না আকতার উপজেলা ভোগনগর ইউনিয়নের দিস্তাপাড়া গ্রামের মোঃ আকতার হোসেনর কন্যা এবং বীরগঞ্জ মহিলা কলেজ হতে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

রবিবার বিকেলে ভোগনগর ইউনিয়নের দিস্তাপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রত্না আকতারের মা রাশেদা খাতুন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী রুহুল আমিনের স্ত্রী রোকেয়া খাতুনের সাথে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ সেই জমিতে দুপুরে প্রতিপক্ষ রোকেয়া খাতুনের লোকজন জোরপূর্বক ঘর তুলে। এ সময় তারা বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে রত্না আকতারসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্না আকতারকে মৃত ঘোষণা করেন।        

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মনোয়ার  হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই রত্না আকতারের মৃত্যু হয়েছে। ঘটনার পর উভয় পক্ষের ১০জন চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

বীরগঞ্জ থানার এসআই মোঃ রেজাকুল ইসলাম জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রুবেল (২৫)নামে একজনকে আটক রেখে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

এসএম

Link copied!