Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সখীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২২, ১২:১৪ পিএম


সখীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইল সখীপুরে উপজেলা কৃষি কার্যালয়ের বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। উপস্থিত ছিলেন  অতিরিক্ত কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও ইসমত আরা খাতুন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।

এ সময় ৪ হাজার কৃষকের মাঝে হাইব্রিড বীজ ও ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল (উফসী)  জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কেএস

Link copied!