Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৫, ২০২২, ০৩:৪৮ পিএম


গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়েছে ইসি।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা জানান, তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে।

এছাড়া ভোটগ্রহণ আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার কমিশন সভা ডাকা হয়েছে। ঐদিন গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হতে পারে।

সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা করা হয়। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

এআই

Link copied!