Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২২, ০৪:০০ পিএম


ভালুকায় পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পার্শ্বের একটি পুকুর থেকে পারভীন আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকায়।

জানা যায়, সোমবার (৫ ডিসেম্বর) সকালে বাড়ির পার্শ্বে একটি পুকুরে নিখোঁজ কলেজ ছাত্রী পারভীন আক্তারের (১৯) লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মডেল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দুপুরে ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত পারভিন আক্তার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকার মৃত আহাম্মদ আলীর কন্যা ও সে বড়চৌনা কুতুবপুর জিকে কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।

ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন আমরা খবর পেয়ে সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কেএস
 

Link copied!