Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২২, ০৪:৩৫ পিএম


স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। রোববার (৪ ডিসেম্বর) বিকেলে পৌর সদরের কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (৫ ডিসেম্বর) স্থানীয় কাউন্সিলর সোহাগ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি পৌর সদরের কেন্দ্রা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন (৪৫)।

নিহতের স্ত্রীর অভিযোগ, স্থানীয় কালাম সওদাগর নামের এক ব্যক্তি আমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। রোববার বিকেলে জসিম এ ঘটনার প্রতিবাদ করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে কালাম সওদাগর তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে। পরে জসিম প্রাণভয়ে পালাতে চাইলে হোঁচট খেয়ে পড়ে যায়। এ সময় আবার তাকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় মামলা করতে গেলেও মামলা নিচ্ছে না পুলিশ। আমি স্বামী হত্যার বিচার চাই। মামলা না নেওয়া পর্যন্ত থানাতেই থাকব।

এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম সওদাগর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় কাউন্সিলর সোহাগ মাহমুদ বলেন, জসিম উদ্দিন আমার এলাকার লোক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ বিষয়ে কিছু বলতে পারছি না। বিস্তারিত জেনে আপনাদের জানাবো।

কেএস
 

Link copied!