Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রৌমারী প্রতিনিধি

রৌমারী প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২২, ০১:৪৬ পিএম


রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুকুরের পানিতে ডুবে শাওন মিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

নিহত শিশুর পরিবার সূত্রে  জানাজায় সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির গেটের নিজ দিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে যাওয়ার গেট খুলে দেখে পানিতে পড়ে আছে।

পানি থেকে তুলে দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা হাসপাতালে নেয়ার পথে রাস্তায় শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে হরিণ ধরা গ্রামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এআই

Link copied!