Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২২, ০৩:৪৩ পিএম


সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরি

মুন্সীগঞ্জ শহরের কোটগাঁও পুরাতন কাচারি এলাকার সোনালী ব্যাংকের ভেতর থেকে এক গ্রাহকের ব্যাগ কেটে এক লাখ টাকা চুরি করে নিয়েছে চোরের দল। চুরি হয়ে যাওয়া পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ শাথার প্রিন্সিপাল অফিসার শরীফুদ্দিন আহমেদ। ওয়ালটনের ডিলার মেগা ইলেক্ট্রনিকসের স্বত্বাধিকারী গাজী আশরাফুল আলম লিটনের ম্যানেজার মো. কালামের কাছ থেকে এ টাকা চুরি হয়েছে।

গাজী আশরাফুল আলম লিটন গণমাধ্যমকে জানান, সকালে তার ম্যানেজার মো. কালাম কাপড়ের তৈরি একটি ব্যাগে করে ৫ লাখ টাকা নিয়ে সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ শাখায় যান জমা দেয়ার জন্য। ব্যাংকের কাউন্টারের সামনে দাঁড়িয়ে জমা রশিদ লিখছিলেন তার ম্যানেজার। এ সময় ওৎ পেতে থাকা চোরের দল ম্যানেজারের ব্যাগ কেটে ১ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যায়। রশিদ লেখা শেষে কাউন্টারে টাকা দিতে গেলেই তিনি টের পান ব্যাগ থেকে টাকা খোয়া গেছে। পরে সিসি ক্যামেরার ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে।

সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ শাথার প্রিন্সিপাল অফিসার শরীফুদ্দিন আহমেদ বলেন,  সোনালী ব্যাংকের এক গ্রাহকের এক লাখ টাকা চুরি হয়েছে। ওই গ্রাহক ব্যাংকে প্রবেশ করতেই পেছনে দুই ব্যক্তি অনুসরণ করছিলো। সুযোগ বুঝে কৌশলে ব্যাগ কেটে টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। 

এআই

Link copied!