Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চকরিয়ায় ডাকাতির প্রস্ততিকালে গ্রেপ্তার ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২২, ০৬:১৩ পিএম


চকরিয়ায় ডাকাতির প্রস্ততিকালে গ্রেপ্তার ২

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের বদরখালী সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি রাম দা ও মুখোশ উদ্ধার করা হয়।

তারা হলেন, সাহারবিল ইউনিয়নের রামপুর মধ্যপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে শওকাত ওসমান (২৫) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২২)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ভোর রাতে চিরিঙ্গা-বদরখালী সড়কে ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি রাম দা ও একটি কালো কাপড়ের মুখোশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

কেএস

Link copied!