Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বীর মুক্তিযোদ্ধা মীর আশরাফ শরীফের মৃত্যু, গার্ড অব অনার প্রদান

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২২, ০৬:২৩ পিএম


বীর মুক্তিযোদ্ধা মীর আশরাফ শরীফের মৃত্যু, গার্ড অব অনার প্রদান

রাজবাড়ীর কালুখালীতে বীর মুক্তিযোদ্ধা কবি ও সাহিত্যিক মীর আশরাফ শরীফ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বোয়ালিয়া ইউনিয়নের পাটবাড়ীয়া গ্রামের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার বিকেলে জানাযা নামাজের পূর্বে প্রশাসন কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার প্রদান শেষে পাটবাড়ীয়া গ্রামে তার দাফন কার্য সমাপ্ত করা হয়।

কেএস 

Link copied!