Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নুডুলস পার্টিতে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২২, ০৩:৪৬ পিএম


নুডুলস পার্টিতে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা উপলক্ষে নুডলস পার্টিতে বিরোধের জেরে সংঘর্ষে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুই গ্রুপের আহত হয়েছেন অন্তত ৮ জন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাহাবুদ্দিন (২০), নয়ন (১৮), মহিউদ্দিন (২৮) আব্দুল্লাহ (২৫), লিটন (২৩), অলিউল্লা মুন্সী (৫৫), তালহা (১৮), অলিউল্লাহ ফরাজি (৩৫) ও আশিক (২০)।

স্থানীয়রা জানান, রোববার (৪ ডিসেম্বর) আর্জেন্টিনার খেলার দিন সমর্থকরা নুডলস খাবারের আয়োজন করেন। এ নিয়ে দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে আবার দুই গ্রুপের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রিদয় নামের যুবক আঘাত পেয়ে পুকুরে পরে যায়। পরে বুধবার (৭ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা যুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আহত আটজন ভোলা সদর হাসপাতালে ভর্তি চিকিৎসা নিচ্ছেন।

হৃদয়ের খালাতো ভাই শেখ ফরিদ জানান, গত শনিবার আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার খেলা চলছিল। এ সময় স্থানীয় দুজনের বাগবিতণ্ডা হয়। তারা সিনিয়র-জুনিয়র ছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে আর্জেন্টিনা সমর্থক আকবর আলীসহ বেশ কয়েকজন হৃদয়ের ওপর হামলা চালায়। এ সময় হৃদয় রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে বুধবার ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, আহতরা অধিকাংশ দেশি অস্ত্রের ধারা আঘাত প্রাপ্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন।

ভোলা সদর মডেল থানার এসআই আনিস উদ্দিন জানান, ওই ঘটনার পর রাতে নয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে সাতজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, বুধবার সকালে ভোলা পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কেএস 

Link copied!